সংবাদদাতা, কালনাঃ- বাঁকুড়া, পুরুলিয়ার পর এবার পূর্ব বর্ধমানের কালনায়। রবিবার কালনার ধাত্রীগ্রামে ১১০ টি বিজেপি সমর্থক পরিবার যোগ দিল তৃনমূল কংগ্রেসে। দলে তাদের স্বাগত জানান মন্ত্রী ও এলাকার বিধায়ক স্বপন দেবনাথ। যারা এ দিন গেরুয়া শিবির ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগ দিলেন, তাদের মধ্যে রয়েছেন গত পঞ্চায়েত নির্বাচনে ভোটে লড়া বিজেপি প্রাথী বিশ্বজিৎ বসাক। তিনি বললেন, “নোংরা দল বিজেপি। মানুষে-মানুষে বিভেদ করে। দিল্লিতে বসে কি ভাবে লুঠ চালাচ্ছে চার-ছটি লোক, সবাই তা বুঝছে। বিজেপি তে কথা বলার জায়গা নেই। সবাই ওখানে মোদী-শাহের চাকর। খুব ভুল করেছি ওদের সাথে ঘর করে”।
পরিবার গুলিকে দলীয় পতাকা তুলে দিয়ে স্বপন দেবনাথ বলেন, “গায়ের জোরে মানুষ কে সাময়িক দমিয়ে রাখা যায়। ঘোর কাটলে মানুষ ঠিকটা দেখতে পায়। বিজেপি’র সাথে কোনো সুস্থ মানুষ থাকতে পারে না”।