সন্তোষ মন্ডল, আসানসোলঃ- করোনা যোদ্ধা হিসেবে পুলিশ অফিসারদের সংবর্ধনা জানালো আসানসোলের বড়তোড়িয়া এলাকার নেতাজি ক্লাব। এদিন আসানসোল দক্ষিণ থানার বেশ কয়েকজন পুলিশ অফিসারকে সংবর্ধনা জানানো হয়। নেতাজি ক্লাবের পক্ষ থেকে পুলিশ অফিসারদের হাতে ফুলের স্তবক তুলে দিয়ে তাঁদের সম্মান জানানো হয়। নেতাজি ক্লাবের পক্ষ থেকে জানানো হয় করোনা মোকাবিলায় পুলিশ কর্মীরা প্রথম দিন থেকেই লড়াই করছেন এবং এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন। তাই তাঁদের উৎসাহ দিতে ও সম্মান জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে সাধারণ মানুষের কাছ থেকে সম্মান ও উৎসাহ পেয়ে খুশি পুলিশ করমিরাও।