নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- স্বাস্থ্য সাথী কার্ডে মিলছে না ঠিকঠাক পরিষেবা। রোগী সুস্থ হয়ে যাওয়ার পর আটকে রেখে চাওয়া হচ্ছে টাকা। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অস্ত্রোপচার করাতে গেলে বলা হচ্ছে মেশিন খারাপ। এরকম ভুরি ভুরি অভিযোগ। বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে নজিরবিহীনভাবে দুর্গাপুরের বামুনাড়ার এক বেসরকারি হাসপাতালের সামনে বসে পড়ে তুমল বিক্ষোভে সামিল হন ওই হাসপাতালে ভর্তি রোগীর পরিজনেরা। এখানেই শেষ নয় এরপর মুচিপাড়া শিবপুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। এদের কেউ বীরভূম, কেউ মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসেছেন পরিজনদের চিকিৎসা করাতে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বর সহ গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কাঁকসা থানার পুলিশ। কথা বলেন রুগীর আত্মীয়দের সাথে। পরে পুলিশের আশ্বাস পাওয়ার পর অবরোধ তুলে নেওয়া হয় ।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ,সাস্থ্য সাথী কার্ডের অ্যাপ্রুভাল না পাওয়া পর্যন্ত তারা রোগী ছাড়তে পারেন না। আর মেশিন খারাপ থাকায় অস্ত্রোপচার করা যায়নি। আর এতেই উত্তেজিত হয়ে পড়েন রোগীর আত্মীয়রা।