সংবাদদাতা, মুর্শিদাবাদ:-
বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে গভীর রাতে স্থানীয় সূতির বহুতালির মাঠে এক মাঝ বয়সী মহিলার বিবস্ত্র দেহ উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।মৃতার নাম তাসনারা বেওয়া(৪৯)।বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ পাওয়া খবরে জানা যায়, ঘটনায় কেউ গ্রেপ্তার গ্রেপ্তার বা আটক হয়নি। জোর কদমে তদন্ত চালাচ্ছে পুলিশ। এ ব্যাপারে থানার এক পুলিশ কর্তা বলেন,”এই বিষয় নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয় পোস্টমর্টেম রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোন মন্তব্য করা যাবে না।তবে ঘটনার রহস্য উদঘাটনের জন্য জোর কদমে তদন্ত শুরু হয়েছে”। জানা যায়, স্বামীর মৃত্যুর পর থেকে সংসারের খরচ চালাতে বছর কয়েক ধরে ওই মৃত মহিলা এলাকায় ঘটকালির কাজ করতো। ঘটনার কিছু আগে তার মোবাইলে কেউ বা কারা তাঁকে ফোন করে ডাকে বলে অভিযোগ। তারপর থেকে আর তার কোন হদিস মেলেনি। দীর্ঘ খোঁজাখুঁজির পর গভীর রাতে গ্রামের মাঠে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠায়। বর্তমানে ওই মহিলা তার ছোট মেয়ে ও এক নাতিকে নিয়ে থাকতেন। দুই ছেলেও আছে তারা ঠিক শ্রমিকের কাজ করে। সকলেই এই ঘটনায় হতবাক।