সংবাদদাতা, কাঁকসাঃ– স্বাস্থ্য সাথীর কার্ড নিতে স্বাস্থ্যবিধি অমান্য করেই কাঁকসা ত্রিলোকচন্দপুর গ্রাম পঞ্চায়েতে উপচে পড়লো মানুষের ভিড়। কাঁকসা ত্রিলোকচন্দ্র পুর গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গনে বৃহস্পতিবার স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড বিতরণের শিবির অনুষ্ঠিত হয়। সেই শিবিরে সকাল থেকেই পঞ্চায়েত এলাকার বাসিন্দারা ভিড় জমান। উপস্থিত ছিলেন ব্লক প্রশাসন থেকে শুরু করে কাঁকসা ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যরাও। প্রশাসনের পক্ষ থেকে সামাজিক দুরুত্ব বজায় রেখে ও মুখে মাস্ক লাগিয়ে লাইনে দাঁড়ানোর বিজ্ঞপ্তি জারি হলেও প্রশাসনের সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েই এদিন ভিড় জমান সাধারণ মানুষ। সামাজিক দূরত্ববিধি তো দূরের কথা, বেশীর ভাগ মানুষের মুখে দেখা যায়নি কোনও মাস্ক।
Home Flash News করোনা স্বাস্থ্যবিধি অমান্য করেই স্বাস্থ্য সাথী কার্ডের জন্য ভিড় জমাল কাঁকসা ত্রিলোকচন্দপুর...