সংবাদদাতা, কাঁকসাঃ- গত সোমবার লাদাখের শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হল গোপালপুর অঞ্চল জনচেতনার পক্ষ থেকে। প্ল্যাকার্ড নিয়ে এদিন গোপালপুর সংগঠনের পক্ষ থেকে শহীদদের উদ্দেশ্যে একটি মোমবাতি মিছিল অনুষ্ঠিত হয়। নেতৃত্বে ছিলেন কিরণ হালদার। ছিলেন বিশিষ্ট শিক্ষক কালুরাজ ঘোষ, সায়ন কোনার, বিশ্বনাথ দাস, অভিজিৎ হালদার, এবং অন্যান্যরাও। এদিন সংগঠনের সদস্যরা সকলে মিলে মিছিলের শেষে চীনের রাষ্ট্রপতির কুশপুতুল দাহ করে সভা সাঙ্গ করেন।