সন্তোষ মন্ডল, আসানসোল:- আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা হবে অক্টোবর মাসে। এই মর্মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত সেমেস্টারের পরীক্ষা আগামী ১ অক্টোবর শুরু হবে এবং ১২ অক্টোবর পরীক্ষা শেষ হবে। পরীক্ষা নেওয়া হবে অললাইনে। তবে কেউ চাইলে অফলাইনেও পরীক্ষা দিতে পারবে। অফলাইনে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে প্রশ্নপত্র সংগ্রহ করে পোস্ট অফিস মারফত কিংবা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে উত্তরপত্র জমা করতে হবে। আগামী ৩১ অক্টোবর পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সাধন চক্রবর্তী ফোন মারফত পরীক্ষা ও ফলপ্রকাশ বিষয়ে সমস্ত তথ্য জানান।