সংবাদদাতা, বাঁকুড়াঃ-
হাতেগোনা কিছু বিদেশী সংস্থার খুচরা ব্যবসা নীতির ফলে মার খাচ্ছে এদেশের খুচরো বাজার। ক্রেতার অভাবে ক্রমশই ধুকতে শুরু করেছে খুচরো ব্যবসার সঙ্গে যুক্ত কোটি কোটি ব্যবসায়ী। বিদেশী ওই সংস্থাগুলির ব্যবসায়িক নীতি এ দেশের বিদেশী বিনিয়োগ নীতির পরিপন্থী। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কম্পিটিশান কমিশন অফ ইন্ডিয়ার দ্বারস্থ হয়েছে এদেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন। এবার সরাসরি আন্দোলনের পথে নামল একটি ব্যবসায়ী সংগঠন।

আজ বাঁকুড়ার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে ওই দুটি বিদেশী সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বাঁকুড়া শহরের রানীগঞ্জ মোড় থেকে মিছিলের ডাক দেওয়া হয়। রানীগঞ্জ মোড় থেকে ওই মিছিল শহর পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরে যায়। সেখানে জেলা শাসকের মাধ্যমে নিজেদের দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়। আগামীদিনে ওই সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে চেম্বার অফ কমার্স।