প্রতিনিধি, বাঁকুড়া:-
ঢাক বাজানো তাদের পেশা, ঢাক বাজিয়ে কোনরকমে নিজেদের সংসার চালান তারা। তবে সারা বছর ঢাক বাজানোর কাজ থাকেনা, এই পুজোর কয়েকটা দিন ঢাক বাজিয়ে দুটো পয়সা ঘরে আসে আর বছরের অন্য সময় গুলো অন্য কাজ করে সংসার চালাতে হয়।

এই যেমন বাঁকুড়া জেলার সোনামুখী থানার বোন্দল হাটি গ্রামের বংশী বাউরি এবং মরিরাম বাউরী নামে দুই ঢাকি কালি পুজোতে নিজের গ্রাম ছেড়ে দামোদর নদী পেরিয়ে বর্ধমান জেলার কাঁকসা থানার চাক তেতুল গ্রামে ঢাক বাজাতে গিয়েছিলেন।

পুজোতে চারদিন ঢাক বাজিয়ে সকলের মনে আনন্দ দিয়ে এবার নিজেদের আনন্দ খুঁজে পেতে পরিবারের লোকজনের কাছে ফিরে যাবার পালা। আর তাই তারা কাঁধে ঢাক নিয়ে গ্রামের মেঠো পথ দিয়ে পায়ে হেটে বাড়ি ফিরছেন। পরিবারের লোকজন তাকিয়ে রয়েছেন বাড়ির মানুষটি কখন বাড়ি ফিরবে।

বংশী বাউরি মরিরাম বাউরিরা বলেন, সারাবছর ঢাক বাজানোর কাজ থাকেনা, কোনরকমে ঢাক বাজিয়ে আমাদের সংসার চলে। এখন বাড়ি ফিরে জানতে পারব বাড়ির লোকেরা কেমন রয়েছে। আর সংসার চালানোর জন্যই আত্মীয়-স্বজন ছেড়ে ঢাক বাজাতে যেতে হয় আমাদের।