সংবাদদাতা, বাঁকুড়াঃ- সাত সকালে এক ব্যাক্তির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য তৈরি হল বাঁকুড়ায়। আহতও হয়েছেন এক জন। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে বাঁকুড়া জেলার সোনামুখী থানার মানিক বাজার পঞ্চায়েতের কৃষ্ণবাটি এলাকায়। মৃত হরসুন্দর সাউ (৫৫)। কৃষ্ণবাটির বাসিন্দা। আহতের নাম সেখ মানিক। পুলিশ তদন্তে জানা গেছ্রে, বিষ্ণুপুরের দ্বারিকার বাসিন্দা সেখ মানিক নামের ওই ব্যাক্তি মোটরসাইকেলে করে সোনামুখীর দিক থেকে বাড়ি ফিরছিলেন। সে সময় হরসুন্দর সাউ নামের ওই ব্যাক্তিকে বাইকটি ধাক্কা মারলে তিনি রাস্তার মাঝেই লুটিয়ে পড়েন ও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে আহতও হয়েছেন বাইক আরোহী।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃত দেহ উদ্ধার করে সেটিকে ময়না তদন্তে পাঠানো হয়। এবং গুরুতর জখম বাইক আরোহীকেও বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।