সংবাদদাতা, মুর্শিদাবাদঃ- মোটর ভ্যান এর সাথে গাড়ির সংঘর্ষে মৃত ১, গুরুতর জখম ২ জন। মৃতের নাম চিরঞ্জিত রুই দাস (৩৪)। দুর্ঘটনায় গুরুতর আহত হয় ওই ভ্যানের চলক ও তার ভাই সহ দুই জন। শেষ পাওয়া খবরে মুর্শিদাবাদ থানার আস্তাবল মোড়ের কাছের ওই ঘটনায় ঘাতক লরি ও তার চলক দুই পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলপুর গ্রামের চিরঞ্জিত রুই দাস তার লালবাগের ডারফ নগরের শ্বশুরবাড়ী থেকে ফিরতে বাস ধরার জন্য ওই যাত্রীবাহী ভোটর ভ্যানে করে বাসস্ট্যান্ডের দিকে আসছিলেন। সেই সময় একটি বেপরোয়া লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই মোটর ভ্যানে ধাক্কা মারলে ঘটনাস্তলেই মৃত্যূ হয় চিরঞ্জিতের। গুরুতর আহত অবস্থায় মোটর ভ্যানের চালক স্থানীয় বুধিয়া এলাকার রহমতুল্লা ও গাড়ীতে থাকা তার ভাই গুরুতর জখম হয়। তাদের আশঙ্কা জনক অবস্থায় এলাকর মানুষ উদ্ধার করে লালবাগ মহকুমা হাপাতালে ভর্তি করে।