eaibanglai
Homeএই বাংলায়মাঝরাতে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরিতে আছড়ে পড়ল গাড়ীঃ মৃত-২

মাঝরাতে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরিতে আছড়ে পড়ল গাড়ীঃ মৃত-২

সংবাদদাতা, দুর্গাপুরঃ দুরন্ত গতিবেগে চারচাকার গাড়ী সজোরে আছড়ে পড়ল জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে। দুমড়ে-মুছড়ে গেল গাড়ী আর প্রবল ধাক্কায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রান হারালেন এক মহিলা সওয়ারী। অন্যজন মারা গেলেন হাসপাতালে নিয়ে যাওয়ার পর। ঘটনাটি ঘটেছে শহর দুর্গাপুরের পশ্চিম প্রান্তে, কাদারোড-গ্যামন কলোনীর সংযোগস্থলে। মঙ্গঁলবার প্রায় মাঝরাত নাগাদ। স্বেচ্ছাসেবী সংগঠনের বৈঠক সেরে চারচাকার ওই ভ্যানে বাড়ী ফিরছিলেন ছয়জন। অধিকাংশই মহিলা। তাদের বৈঠক ছিল শহরের পূর্ব প্রান্তে, বিধাননগর এলাকায়। প্রায় মাঝরাত অব্দি চলা ওই বৈঠকের পর সদস্যরা ফিরছিলেন গোপালমাঠ এলাকায় তাদের নিজের নিজের বাড়িতে। এই ঘটনার পর জাতীয় সড়কে পথ নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। কারন- কাদারোড মোড়ে সড়কের ওপর ট্রেলারটি দাঁড়িয়ে না থাকলে, এই দুর্ঘটনার কোনো সম্ভবনাই ছিল না। কয়েকমাস আগেই, একইভাবে জাতীয় সড়কের ওপর বেআইনী ভাবে পার্কিং করা লরির পিছনে হুমকি খেয়ে পড়ে একটি চারচাকার গাড়ী। ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান এক মহিলা। মঙ্গঁলবার রাত্রের দুর্ঘটনার অল্প সময় পরই সেখানে পৌঁছায় পুলিশ। বাজেয়াপ্ত করে ট্রেলারটিকে। পুলিশ জানিয়েছে, গত রাত্রের দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান চন্দনা শ্যাম (৫৫) নামে এক মহিলা সওয়ারি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান ডলি বাদ্যকর (৩৫)। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন অন্য তিন আরোহী- টুম্পা বাদ্যকর, বিধান দাস ও কালীসাধন ঘটক। দুর্ঘটনাগ্রস্ত গাড়ীটি চালাচ্ছিলেন কালীসাধনই। সম্প্রতি তিনি হিমালয়ে ট্রেকিং করে ফিরেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments