সংবাদদাতা, কাঁকসাঃ- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হল এক স্করপিও চালক। ঘটনাটি ঘটেছে কাঁকসার রাজবাঁধে দু নম্বর জাতীয় সড়কের উপর। সোমবার সকালে কোলকাতা থেকে আসানসোল যাওয়ার পথে রাজবাঁধের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারের পিছনে ধাক্কা মারে স্করপিও টি। স্করপিওর ভেতরে চালক একাই ছিল বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় স্করপিও চালককে রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনা করবে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটিকে আটক করে এবং আহত চালক কে হাসপাতালে পাঠায়।