সংবাদদাতা, কাঁকসাঃ- গত ছয় মাস ধরে বেহাল পানাগড় শিল্পতালুকের পানাগড় বাইপাস থেকে কোটা অঞ্চলের শিল্পতালুকের রাস্তা।রাস্তার অবস্থা এতটাই খারাপ যে ওই রাস্তা দিয়ে ভারী যান চলাচল করলে রাস্তার উপর বিকল হয়ে পড়ছে গাড়ি অধিকাংশ দিন-ই।

স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েকটি কারখানার ভারী যান চলাচল করে ওই রাস্তা দিয়েই। কিন্তু তা সত্ত্বেও প্রশাসন রাস্তার উপর কোনো নজর দিচ্ছে না। এর পেছনে বড়সড় দুর্নীতি হচ্ছে বলে অনুমান তাদের। জীবনের ঝুঁকি নিয়ে ওই রাস্তা দিয়েই চলাচল করছেন চালকরা। কারখানায় এই বিষয়ে বললেও তাদের কোনো ভ্রূক্ষেপ নেই বলে দাবি স্থানীয়দের।

উলটে চালকদের ওই রাস্তা দিয়েই যান নিয়ে যেতে বলা হচ্ছে বলে জানায় লরি ও অন্যান্য গাড়ির চালকরা। এর দরুন বেহাল রাস্তা দিয়ে গাড়ি নিয়ে চলাচলের ফলে গাড়ি খারাপ হওয়ায় গাড়ির মালিকের কাছে চালকদের কথা শুনতে হচ্ছে। তবে, এ ব্যাপারে কোটা গ্রাম পঞ্চায়েতের প্রধান গুনময় আঁকুরে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এটি জানানো হয়েছে যার কাজ শুরু হবে খুব শীঘ্রই।