সংবাদদাতা, পানাগড়:- মঙ্গলবার থেকে প্রশাসনের নির্দেশ মেনেই চালু হলো সমস্ত বলি ঘাট থেকে বালি তোলার কাজ। আর এর পরেই মঙ্গলবার সকাল থেকে লাইন দিয়ে শয়ে শয়ে লরি প্রবেশ করতে শুরু করে পানাগড়ের রেলপার হয়ে দামোদর নদে। অপর দিকে পানাগড়ের রেলপারে রেলগেট সংলগ্ন এলাকায় রাস্তার কাজ শুরু হওয়ায় ওই রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে সকাল থেকেই। এদিন সকাল থেকেই লরি ও মোটরসাইকেলের দীর্ঘ লাইনের ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়।
