শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- গত দুদিনের বৃষ্টির জল এবং তার সঙ্গে মিলিত হয়েছে কারখানা থেকে বেরিয়ে আসা জল। এর ফলে কারখানা সংলগ্ন গকুলপুরের গ্রামের রাস্তায় হাটু সমান জল। আর এতেই সমস্যায় পড়েছি পশ্চিম মেদিনীপুর জেলার গকুলপুরের স্টেশন সংলগ্ন পূর্ব ও পশ্চিম পাড়া এলাকাযর সাধারণ মানুষ।
ওই এলাকার প্রায় ৬০ থেকে ৬৫ টি বাড়ির উঠোনে জল ভর্তি হয়ে আছে। সেইসঙ্গে বাড়ির ভেতরে কখনো কখনো প্রবেশ করে যাচ্ছে কারখানা থেকে নির্গত নোংরা জল ও বর্জ্য পদার্থ। বুধবার বিকেল থেকে জলের পরিমাণ বাড়তে থাকলে কয়েকটি বাড়ির সদস্যরা আশ্রয় নেয় এলাকার স্কুল ঘরে। স্থানীয়দের অভিযোগ বারবার বিষয়টি কারখানা কর্তৃপক্ষ এবং প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। এখন কবে এই জমা জলের হাত থেকে নিস্তার পাওয়া যাবে সেই আশাতেই এলাকার বাসিন্দারা।