সংবাদাদতা,বাঁকুড়াঃ– বাঁকুড়ার কাটজুড়িডাঙ্গা এলাকায় একটি সোনা রুপার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটলো শুক্রবার দুপুর বেলায় । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সদর থানার বিশাল পুলিশবাহিনী ।
জানা যায় , চার দুষ্কৃতীর একটি দল আংটি দেখার নাম করে সোনার দোকানে প্রবেশ করে এবং তারপর বন্দুক এবং ভোজালি দেখিয়ে গহনা এবং ষাট হাজার টাকা নিয়ে চম্পট দেয় । তার সাথে তথ্য প্রমাণ লোপাট করতে সিসিটিভির হারডিস্ক ভেঙে দেয় দুষ্কৃতীরা।
দোকানে কর্মরত রিম্পা রজক নামে এক কর্মচারী বলেন , “আংটি দেখার নাম করে প্রথমে ওই চার দুষ্কৃতী দোকানে প্রবেশ করে। তারপর আমাদেরকে সাইড করে দেয় এবং চিত্কার করতে বারণ করে ও কর্মরত অপর এক পুরুষ কর্মচারীর মাথায় বন্দুক ঠেকিয়ে তারা লুটপাট চালায় । এ ঘটনায় আমরা রীতিমতো আতঙ্কিত ।”
অন্যদিকে দিনে দুপুরে এই দুঃসাহসিক ডাকাতির ঘটনায় প্রশ্ন উঠছে বাঁকুড়া শহরের নিরাপত্তা নিয়ে ।