সন্তোষ মন্ডল, আসানসোলঃ- আসানসোলের হিরাপুর থানার ইসমাইলে ওষুধ ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগ নিয়ে দুষ্কৃতীরা চুরি করে। জানা গিয়েছে, ওষুধ ব্যবসায়ী সুভাষ কুমার ইসমাইল এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। দিন চারেক আগে সুভাষ কুমার ও তার পরিবার বিহারে গ্রামের বাড়ি গিয়েছিল। এদিন সকালে বাড়ি ফিরে এসে দেখে বাড়ির জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ওষুধ ব্যবসায়ী সুভাষ কুমার জানান নগদ টাকা ও সোনার গয়না চুরি হয়েছে। চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে হিরাপুর থানার পুলিশ পৌচ্ছায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।