সন্তোষ মন্ডল, আসানসোলঃ- আসানসোল উত্তর থানার কন্যাপুর হাইস্কুলে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। স্কুলের তালা ভেঙে নগদ টাকা চুরি হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, চোরের রাতের অন্ধকারে স্কুলের তালা ভেঙে ভেতরে ঢুকে আলমারি ভেঙে নগদ প্রায় ৫১ হাজার টাকা চুরি করে চম্পট দেয়। এদিন স্কুলের তালা ভাঙা দেখে স্কুল কতৃপক্ষ পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে স্কুলে ভর্তির প্রক্রিয়া চলছিল। সেই ভর্তির দরুন ৫১ হাজার টাকা স্কুলে ছিল। সেই টাকাই চুরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।