সংবাদদাতা, বাঁকুড়াঃ- আবারো বাঁকুড়া শহরে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো। শনিবার রাতে বাঁকুড়া শহরের পুয়াবাগান এলাকায় পরপর তিনটি দোকানে চুরির ঘটনা ঘটে পাশাপাশি একটি বাড়িতেও হানা দেয় চোরের দল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে প্রশ্ন উঠতে শুরু করেছে রাতের অন্ধকারে শহরের নিরাপত্তা নিয়ে। কয়েক সপ্তাহ আগেই বাঁকুড়া শহরে চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল সেই রেশ কাটতে না কাটতে আবার চুরি। স্থানীয় বাসিন্দারা বলছেন, এভাবে যদি একের পর এক চুরির ঘটনা ঘটে তাহলে শহরের নিরাপত্তা কোথায় আমরা তো রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারছি না। বুলবুল ঘোষ নামে এক দোকানদার বলেন, দোকানে আমার দশ হাজার টাকা ছিল তাও চুরি হয়ে গিয়েছে। আমরা চাইছি রাতের অন্ধকারে পুলিশি নিরাপত্তা বাড়ানো হোক।