eaibanglai
Homeএই বাংলায়শ্মশান কালী মন্দিরের তালা ভেঙে মা কালি মূর্তি থেকে অলংকার সামগ্রী চুরি...

শ্মশান কালী মন্দিরের তালা ভেঙে মা কালি মূর্তি থেকে অলংকার সামগ্রী চুরি এলাকায় চাঞ্চল্য

সংবাদদাতা, বাঁকুড়াঃ- বাঁকুড়ার বিখ্যাত লক্ষ্মাত্যড়া শ্মশান কালী মন্দিরের তালা ভেঙে মা কালি গায়ের থেকে অলংকার সামগ্রী চুরি করে নিয়ে পালিয়ে গেলে একদল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে লক্ষ্মাত্যড়া শ্মশান কালী মন্দিরে। মন্দিরের পিছন দিকের দরজা ভেঙে দুষ্কৃতীরা ঢুকে এমনটাই অনুমান। শ্মশান কালী মন্দিরের কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে দুষ্কৃতীর দল। আনুমানিক রাত তিনটা নাগাদ ঘটনা ঘটেছে বলেই অনুমান প্রত্যক্ষদর্শীদের। তারাই প্রথম ঘটনা লক্ষ্য করে চেঁচামিচি জুড়ে দিলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এরপর বাঁকুড়া সদর থানায় খবর দেওয়া হলে সদর থানার পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করে। মায়ের মাথার মুকুট, হাতের বালা, পায়ের নুপুর, হাতে থাকা খড়গ, প্রনামী বাক্সে থাকা টাকা ও দান সামগ্রীসহ আনুমানিক লক্ষাধিক টাকার গহনা সোনার সামগ্রী চুরি গেছে এমনটাই অনুমান। মহাশ্মশানের পাশেই সারাদিন চলে পুলিশি টহল তা সত্বেও কি ভাবে মন্দিরের তালা ভেঙ্গে সোনার গহনা চুরি গেল তা নিয়েই শুরু হয়েছে সন্দেহ। মন্দির চত্বর এলাকায় পুলিশি টহল বাড়ানো ও মন্দির চত্তরে সিসিটিভির নজরদারীর দাবি জানাচ্ছে এলাকাবাসী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments