সংবাদদাতা, সুন্দরবন
মরশুমের প্রথম এবার দেখা গেল রয়েল বেঙ্গল টাইগার সুন্দরবনের জঙ্গলে। সুন্দরবনের দোবাকি জঙ্গলের কাছে একটি পূর্ণবয়স্ক রয়েল বেঙ্গল টাইগারকে ক্যামেরাবন্দি করেন পর্যটকরা। বুলবুল ঝড়ের প্রভাব কাটিয়ে উঠে ছন্দে ফিরতে শুরু করেছে সুন্দরবন। সোমবার থেকে শুরু হয়েছে পর্যটকদের জঙ্গলে ঢোকার অনুমতি। আজ দেখা মিলল এই রয়েল বেঙ্গল টাইগারের। জঙ্গলে ঢুকেই রয়েল বেঙ্গল টাইগার দেখতে পাওয়ায় খুশি পর্যটকরা।