নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনাঃ আবারও বড় সাফল্য পেল বারুইপুর জেলার স্পেশাল অপারেশন টিমএবং কুলতলী থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর জেলা পুলিশ এবং কুলতলী থানার পুলিশের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র তৈরীর কারখানার হদিশ পেল। কুলতলী থানার কোয়াবাটি অম্বিকানগর এলাকা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। এরা দুজনে সম্পর্কে বাবা ও ছেলে। বাড়িতে ঢুকে তল্লাশি চালাতেই স্তম্ভিত হয়ে পড়ে যৌথবাহিনী। কারণ যে সমস্ত অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সেখান থেকে উদ্ধার হয়েছে তার বেশিরভাগই একমাত্র দেশের সেনাভিনীর হাতেই রয়েছে। উদ্ধার করা হয়েছে। ৪টি অত্যাধুনিক মানের আগ্নেয়াস্ত্র। লং সিঙ্গেল ব্যারেল আর্মস, ২ টি ওয়ান শাটার পাইপ গান, ৬ অটোমেটিক পিস্তল, ৬ টি বোমা, এবং প্রচুর পরিমাণে অসম্পূর্ণ বিভিন্ন আধুনিক আগ্নেয়াস্ত্র, লোহার পাইপ, লোহার কাটার মেশিন, ফায়ারিং পিন, ডিল মেশিন, পালিশ মেশিন, হ্যান্ড মিক্সার, আইরন বিল্ড, প্রচুর পরিমাণে স্প্রিং, লেদ মেশিন ইত্যাদি উদ্ধার করা হয়েছে। শুক্রবার তাদের আদালতে তোলা হয়।