তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একদিনের নকআউট ফুটবল প্রতিযোগিতা

748

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনাঃ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় জাতীয় যুব দিবস উপলক্ষ্যে রবিবার চম্পাহাটি অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‌‌‍বারুইপুর পূর্বের বিধায়ক নির্মল চন্দ্র মন্ডল, বারুইপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী, জেলা পরিষদের সদস্য আবু তাহের সরদার এবং চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় মান্নার নস্কর, অঞ্চল সভাপতি নূর ইসলাম মোল্লা ও ক্রিয়া সম্পাদক নাইমহোসেন মোল্লা। জানা গেছে, এই প্রতিযোগিতায় আশেপাশের অঞ্চলের একাধিক দল অংশগ্রহণ করে। একদিনের এই ফুটবল প্রতিযোগিতার প্রথম পুরস্কার বাবদ ৮৫ হাজার টাকা ও একটি সুদৃশ্য ট্রফি এবং রানার্স দলের জন্য নগদ ৬৫ হাজার টাকা দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here