বিনোদন ডেস্ক, এই বাংলায়ঃ এ যেন বাহুবলির অন্যরূপ। ফলে সাহো-র খবর প্রকাশ্যে আসার পর থেকেই যেন দর্শকদের উত্তেজনার পারদ তুঙ্গে। একে একে মুক্তি পেয়েছে সাহো ছবির পোস্টার, টিজার ও ট্রেলার। ছবিতে মুখ্য আকর্ষণেই ছিল অ্যাকশন। হলিউড স্টাইলের অ্যাকশন ভরপুর ছবির আদল দেখলে অনেকটাই প্রকাশ্যে আসে চিত্রনাট্যের ধাঁচ। এই ছবির ট্রেলার দেখে এক কথায় অনেকেই বলতে পারে ধুম সিরিজের কোনও ছবি দেখতে চলেছি। তবে সাহো ছবিকে ঘিরে সব থেকে বেশি নজর কাড়ল যা তা হল প্রভাস ও শ্রদ্ধা কাপুর জুটি। অনবদ্য ক্যামেরার উপস্থাপনা, চরিত্রের পর্দায় উপস্থিতি। এক কথায় এই ছবি মুক্তির আগেই নিজের জনপ্রিয়তা তৈরি করে ফেলেছ। গ্রাফিক্সের কাজ থেকে শুরু করে কোরিওগ্রাফি, সুক্ষ্ম কাজের ছোঁয়ায় সাহো হয়ে উঠেছে সেরার সেরা। এই ছবির অ্যাকশন কোরিওগ্রাফ করেছেন ধিলিপ সুব্বারায়ণ, স্টিফেন, বব ব্রাউন, পেন ঝাং প্রমুখেরা। মোটের ওপর ছবির বাজেট তিনশো কোটি টাকা। ফলে ছবির মুক্তি ঘিরেও চলেছে জোড় জল্পনা। ১৫ই অগাস্ট ছবি মুক্তির কথা ছিল প্রেক্ষাগৃহে। কিন্তু ওই একই দিন বাটলা হাউস ও মিশন মঙ্গল ছবি মুক্তি পাওয়ার ফলে ছবির মুক্তির দিন পিছিয়ে করা হয় ৩০শে অগাস্ট। ইতিমধ্যেই ছবির দুটি গানও মুক্তি পেয়েছে। ছবিতে খলনায়কের ভুমিকায় থাকছেন জ্যাকি শ্রফ। সম্প্রতি তারও লুক প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায়।