সন্তোষ মন্ডল, আসানসোলঃ- পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থানার জামুরিয়া ব্লকের অন্তর্গত অজয় নদীর বুড়িড়ি গ্রামের ঘাটে ট্রাক্টর চালিত অবৈধ বালি পাচার অভিযান চালালেন জামুরিয়া ব্লক এর বিডিও কৃশানু রায়। অভিযানের সঙ্গে ছিলেন দুই ভূমি রাজস্ব আধিকারিক, কেন্দা ফাঁড়ির পুলিশ। অভিযানে ২ টি ট্রাক্টর সহ আটক এক চালক। এ বিষয়ে ভিডিও কৃশানু রায় বলেন, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়, এবং ভবিষ্যতে অভিযান চলতে থাকবে।