দামোদর নদ থেকে অবৈধ ভাবে বালি তুলে তা জমায়েত করেছে বালি মাফিয়ার বলে

807

সংবাদদাতা, বর্ধমানঃ-

পূর্ব বর্ধমান জেলার গোলসি এক নম্বর ব্লকের শাকুরি গ্রামে দামোদর নদ থেকে অবৈধ ভাবে বালি তুলে তা জমায়েত করেছে বালি মাফিয়ার বলে অভিযোগ। একই সাথে ওই এলাকায় একটি অবৈধভাবে ঘাট বানানোর চেষ্টাও করা হোচ্ছে বলে গোলসি এক নম্বর ব্লকের আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানায় বিজেপি। বিজেপিও নেতা রমন শর্মা বলেন ওই এলাকা বাঁকুড়া জেলায় পরে। তাই সহজে বাঁকুড়া জেলা প্রশাসনের নজর এড়িয়ে অবৈধ ভাবে ট্রাক্টর করে বালি উঠিয়ে টা পাচার করা হচ্ছিলো । কিন্তু এতেও যখন বালি মাফিয়াদের পেট ভোরছিলো না তখন ওই জায়গায় পাকাপাকি ভাবে ইট দিয়ে রাস্তা তৈরি করার চেষ্টা চলছে। গোলসি বিডিওকে সমস্ত বিষয় জানানো হয়েছে একই সাথে জেলা শাসক কেও সমস্ত বিষয় জানানো হয়েছে। যদিও বিডিও ভূমি দফতরকে বিষয় টি জানিয়ে খোঁজ খবর নেওয়ার আশ্বাস দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here