সংবাদদাতা, বাঁকুড়াঃ- তালডাংরার পাঁচমুড়া সিনেমাহল সংলগ্ন স্থানে ভাবে স্টক করে রাখা বালি, ট্রাক্টরে করে লোড করে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে আটক একটি বালি বোঝাই ট্রাক্টর। এবং ঘটনাস্থল থেকে পুলিশ তালডাংরা থানায় নিয়ে যায় ট্রাক্টর টি।ঘটনাটি ঘটেছে দুপুরের আগে। এই বিষয়ে তালডাংরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মনসারাম লায়েক জানান, তালডাংরার বেশ কিছু অসাধু ব্যবসিক অবৈধ ভাবে বালি স্টক করে আইনের তোয়াক্কা না করেই ব্যবসা চালিয়ে যাচ্ছে। আর সেই রকমই এক অসাধু ব্যবসিক এদিন তালডাংরার পাঁচমুড়া সিনেমাহল লাগোয়া রাজ্য সড়কের ধারে অবৈধ ভাবে বালি স্টক করে রেখেছিল, আজ সেই বালি ট্রাক্টরে করে বাইরে নিয়েও যাচ্ছিল অবৈধ ভাবে। সেইসময় তালডাংরা থানার পুলিশ এই বৈধ কাগজ পত্র না থাকায় বালি বোঝাই ট্রাক্টর টি আটক করে থানায় নিয়ে তবে ট্রাক্টর সিজ করার সমস্ত কাগজ পত্র রেডি বিএলআরও দপ্তরে দিয়েছেন বলে তিনি জানান। এর পাশাপাশি তিনি এও জানান, পাঁচমুড়ার গনেশ দানা নামে এক অসাধু ব্যবসিক এই অবৈধ ব্যবসার সাথে জড়িত বলে জানান তিনি এবং তালডাংরা ব্লকের কোন এলাকাতেই এই ধরনের অবৈধ বালি ব্যবসা যাতে না চলে তার জন্য তারা প্রশাসনিক ভাবে চেষ্টা চালাবেন বলে জানান মনসারাম বাবু।