সংবাদদাতা, কাঁকসাঃ- কাঁকসার মলানদীঘি এলাকায় সনকা হাসপাতাল কে তৈরি করা হয়েছে কোভিড-১৯ হাসপাতাল। ইতিমধ্যেই এই হাসপাতালে প্রচুর করোনা আক্রান্ত রুগীকে ভর্তি করা হয়েছে। এমনকি এই হাসপাতাল থেকে অনেক রুগী সুস্থ্য হয়েও বাড়ি ফিরে গেছে। তবে হাসপাতালের বাইরের এলাকায় যাতে জীবাণু না ছড়িয়ে পড়ে তাই এদিন পানাগড় দমকলের বাহিনীর সাহায্যে জীবাণুনাশক স্প্রে করা হলো এদিন হাসপাতালের প্রধান গেট,হোস্টেল,সমস্ত এমব্যুলেন্স,যে সমস্ত গাড়িতে করে মৃতদেহ বহন করা হয় সেই সমস্ত গাড়ি গুলি ও হাসপাতালের সমস্ত চিকিৎসকের গাড়ি ও কর্মীদের গাড়ি গুলিও এদিন জীবাণুনাশক স্প্রে করা হয় দমকলের পক্ষ থেকে। এই কাজের প্রধান উদ্যোক্তা ছিল পানাগড় দমকল বাহিনী।