সংবাদদাতা, হাওড়াঃ-
ডেপুটি পুলিশ কমিশনার অজিত সিংকে গুলি চালানো এবং বিস্ফোরক বোমাবাজির ঘটনায় ৬ জন সন্দেহ ভোজন ব্যক্তিকে নিজেদের হেপাজতে নিল সাঁকরাইল পুলিশ। ঘটনাটি অনেকক্ষন পেরিয়ে গেলেও এলাকাটি এখনও থমথমে। এদিকে হাওড়ার সাঁকরাইলের মানিকপুরে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। বেশ কিছুদিন ধরেই সি.এ.এ. এবং এন.আর.সি. র বিপক্ষে আন্দোলন চলছিল দেশের বিভিন্ন জায়গার সাথে সাথে হাওড়ার মানিকপুর এলাকায়। আন্দোলনের প্রথমেই পুলিশ সরে যেতে বলে বিক্ষোভকারীদের। কিন্তু পুলিশের কথায় কান দেয় না বিক্ষোভকারীরা। এ মত অবস্থায় পুলিশ বিক্ষভকারীদের ওপর ব্যাপক লাঠিচার্জ করে। ঠিক কিছুক্ষন পরই শুরু হয় পাথর বৃষ্টি। স্থানীয় দের অভিযোগ এলাকার বিভিন্ন বাড়ির ছাদ থেকে বোমা ফেলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ কাঁদানো গ্যাস ছড়ায়। সেই সময় চাঁপাতলার দিক থেকে একদল দুষ্কৃতী এসে পুলিশকে নিশানা করে গুলি চালায়। গুলিবিদ্ধ হন ডিসি হেড কোয়াটার অজিত সিং সহ আরো ৫ পুলিশ কর্মী। বোমাবাজির আরো কিছু সাধারন মানুষ ও আহত হয়। সেই রাতেই দুস্কৃতিদের সন্ধানে তদন্ত শুরু করে পুলিশ। বেশ কিছু অভিযুক্তদের সেই রাতেই আটক করে পুলিশ। তাদের মধ্যে সন্দেহ জনক ৭ জনকে পুলিশ গ্রেপ্তার করে। একদিন পরেই ওই ৭ জন কে আদালতে তোলা হয়। এমনিতেই বেশ কিছুদিন ধরে সি.এ.এ. এবং এন.আর.সি. কান্ডে উত্তপ্ত গোটা দেশ সহ রাজ্যবাসী। তবে মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি কিছুটা স্বভাবিক হতে শুরু করেছিল। কিন্তু এরই মধ্যে এই নাগরিকত্ব আইনে রক্তাত্ত হয়েছে সাঁকরাইল।