বিনোদন ডেস্ক, এই বাংলায়ঃ সোমবার বেজায় ব্যস্ত বার্থ ডে গার্ল সারা আলি খান। পর পর দুটি ছবির কাজ চলছে একই সঙ্গে। তাই শ্যুটিং-এর বেশ কিছুটা সময় কাটল তাঁর শ্যুটিং সেটেই। তবের কাজের ফাঁকের খানিকটা সময় বার করে নিয়ে জন্মদিনে মাতলেন সারা আলি খান। সকাল সকাল ভক্তদের জন্য হাজির করলেন উপহারও। সোমবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে নিয়ে এলেন তাঁর আগামী ছবির প্রথম লুক। একই সঙ্গে জানা গেল সেই ছবি মুক্তির দিন। কুলি নং ওয়ান ছবির রিমেকে অভিনয় করছেন সারা আলি খান। বিপরীতে থাকছেন বরুণ ধাওয়ান। তাঁর সেই ছবিরই প্রথম পোস্টার সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেল সোমবার। এদিন ২৪শে পা দিল সারা আলি খান। কেদারনাথ ছবির মধ্যে দিয়েই বলিউডে পা রেখেছিলেন তিনি। তারপরই সিম্বা। বর্তমানে লাভ আজ কাল এবং কুলি নং ওয়ান এই দুই ছবির কাজ নিয়ে ব্যস্ত তিনি। বরুণ ধওয়ানের সঙ্গে বেশ ভালোই লাগছে এই পোস্টারে তাঁকে। অপরদিকে রবিবারই কুলি ছবির পোস্টার প্রকাশ্যে নিয়ে এসেছেন বরুণ ধাওয়ান। সেই ছবি মুক্তি পাওয়ার পরই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল রাতারাতি। ১৯৯৫ সালে বক্স অফিস কাঁপিয়েছিল কুলি নং ওয়ান ছবি। সেখানে অভিনয় করতে দেখা গিয়েছিল গোবিন্দা ও করিশ্মা কাপুরকে। সেই গল্পের সূত্র ধরেই এই ছবিতে কুলির ভুমিকায় থাকছেন বরুণ ধাওয়ান ও শহুরে মেয়ের ভুমিকায় দেখা যাবে সারা আলি খানকে। ডেভিড ধওয়ান পরিচালিত এই ছবি মুক্তি পাবে ২০২০ সালের ১ মে। বর্তমানে পুরো দমে চলছে ছবির শ্যুটিং।