বিনোদন ডেস্ক, এই বাংলায়ঃ জন্মদিনে চুটিয়ে মজা করার পালা। ফলে বেজায় উত্তেজিত টলি অভিনেত্রী সায়ন্তিকা। শুভেচ্ছা বার্তায় ভরে উঠল সোশ্যাল মিডিয়ার পাতাও। তিনিও সকাল থেকে অ্যাক্টিভ সোশ্যাল পেজে। শেয়ার করলেন তাঁর জন্মদিনের কেকের ছবি। সকালর থেকেই চলছে কেকে কাটার পর্ব। একের পর এক সুন্দর কেক এসে উপস্থিত হয় তাঁর কাছে। টলিউডের এই নায়িকাকে ঘিরে আজ পরিকল্পনা অনেক। তাই বাকি এখনও অনেক পরিকল্পনায় সামিল হওয়া। সোমবার দুপুরে তাঁর ফ্যান ক্লাব থেকেও দেওয়া হয় বিশেষ উপহার। চলতি বছরে ৩৩ শে পা দিলেন সায়ন্তিকা। ১২ই অগাস্ট তাঁর জন্মদিন উপলক্ষ্যে তাঁকে শুভেচ্ছা জানালেন টলিউডের অধিকাংশ তারকারাই। শেয়ার করলেন তাঁর সঙ্গে তোলা ছবিও। শুভেচ্ছাবার্তা পাঠানোর তালিকা থেকে বাদ পড়লেন তা খোদ মুখ্যামন্ত্রীও। এদিন সকালেই শুভেচ্ছাবার্তার এক চিঠি সায়ন্তিকাকে পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠি পাওয়া মাত্রই তিনি তা শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। ফলে বোঝাই যায় জন্মদিনে একাধিক উপহার ও শুভেচ্ছায় দিনটা কাটছে সায়ন্তিকার ভালোই। টলিউডে তাঁর হাতেখড়ি হয়েছে দশ বছর হল। প্রথম ছবি ছিল স্বপন সাহা পরিচালিত ঘর সংসার। বারোটিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি ইতিমধ্যে। ফলে ভক্তের সংখ্যা এখন তাঁর বিস্তর। সকলের শুভেচ্ছায় সায়ন্তিকার দিনটা আরও বিশেষ হয়ে উঠেছে। সেই ইঙ্গিতই মিলল সায়ন্তিকার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে।