কাঁকসার গোপালপুর থেকে বেনাচিতি পর্যন্ত SBSTC বাস পরিষেবা শুরু

817

সংবাদদাতা, কাঁকসাঃ- সোমবার কাঁকসার গোপসলপুর থেকে বেনাচিতি পর্যন্ত SBSTC বাসের সূচনা হলো। এদিন SBSTC বাসের সূচনা করলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল ও দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি তথা কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস বক্সী ও কাঁকসা গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়জিৎ মন্ডল, কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য রমেন্দ্রনাথ মন্ডল সহ অন্যান্যরা। দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল জানিয়েছেন এলাকার মানুষের দাবি ছিলো কাঁকসার গোপালপুর থেকে দুর্গাপুর যাওয়ার জন্য সরকারি বাসের সুবিধা প্রদান করুক সরকার। এলাকার মানুষের দাবি মেনে তাই আজ একটি বাস উদ্বোধন করা হয়েছে। বাসটি আপাতত গোপালপুর থেকে রাজবাঁধ, মুচিপাড়া, সহ বিধাননগর হাসপাতাল হয়ে বেনাচিতি যাবে। এতদিন গোপালপুর থেকে এলাকার মানুষকে দুর্গাপুর যেতে হলে বাঁশকোপা কিংবা রাজবাঁধ যেতে হতো। এখন থেকে গ্রামের মানুষ নিজের গ্রাম থেকেই বাস ধরে তারা দুর্গাপুরে সহজেই যেতে পারবেন। গ্রাম থেকে বাস পরিষেবা শুরু হওয়ায় খুশি গ্রামের মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here