সংবাদদাতা, বর্ধমানঃ- ছাত্রীকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে মাধবডিহি থানার পুলিস। ধৃতের নাম সন্তু মালিক। রায়না থানার সেহারাবাজারে তার বাড়ি। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, মাধবডিহি থানার বিনোদপুরে বছর ষোলোর ওই ছাত্রীর বাড়ি। গত ১০ আগস্ট সন্ধ্যায় পড়তে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তার হদিশ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে পরিবারের লোকজন জানতে পারেন, ছাত্রীকে অপহরণে সন্তু জড়িত। ছাত্রীর বাবা-মা সন্তুর বাড়িতে যান। কিন্তু, তার বাড়ির লোকজন ছাত্রীর বাবা-মাকে গালিগালাজ করে তাড়িয়ে দেয়। এরপরই ছাত্রীর বাবা মাধবডিহি থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিস গত শুক্রবার সন্তুর বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। যদিও সন্তু পালিয়ে যায়। বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিন বিভাগে মেডিকেল পরীক্ষা করানোর জন্য ছাত্রীকে নিয়ে যাওয়া হয়। যদিও ছাত্রী মেডিকেল পরীক্ষায় রাজি হয়নি বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। ম্যাজিস্ট্রেটের কাছে উদ্ধার হওয়া ছাত্রীর গোপন জবানবন্দি নথিভুক্ত করিয়েছে পুলিস। এদিন আদালতে পেশ করা হলে ধৃতের জামিন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।