সংবাদদাতা, বাঁকুড়া :-
বিপাকে স্কুলপড়ুয়াদের জীবন। নিয়মিত ক্লাস হয় না। ঘটনাটি বাঁকুড়া পৌরসভা এলাকার সাত নম্বর ওয়ার্ডের বাঁকুড়া সদর পূর্ব চক্রের মনসামাতা শিশু শিক্ষা নিকেতন স্কুলের ঘটনা। এই স্কুলে রয়েছে প্রায় ৭০ জনের মতো খুদে পড়ুয়া। একজন অস্থায়ী শিক্ষিকা দীর্ঘদিন ধরে অসুস্থতার জন্য স্কুলে না আসায় বিপাকে পড়েছে খুদে স্কুল পড়ুয়ারা। স্কুলে নেই কোন নিরাপত্তা ব্যবস্থা। বিগত তিনমাস ধরে মেলেনি মিড ডে মিল খাবার সুযোগ।

স্কুলগুলোতে মিড ডে মিল থেকে শুরু করে স্কুল ছাত্রীকে স্কুল ব্যাগ থেকে আরম্ভ করে বিভিন্ন সামগ্রী সবদিক থেকেই বঞ্চিত এই স্কুলের স্কুল পড়ুয়ারা। নেই শৌচালয়ের ব্যবস্থা। যেকোনো সময় যেকোনো বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে স্কুল পড়ুয়ারা। মিড ডে মিলের এডুকেশন সুপারভাইজার মিড ডে মিলের খাবার পরিদর্শন করতে স্কুলে শিক্ষক শিক্ষিকা না দেখতে পেয়ে নিজেই পড়ালেন খুদে শিশুদের। এলাকাবাসীর অভিযোগ প্রায় তিন মাস ধরে মিড ডে মিল থেকেও বাঞ্ছিত এই স্কুলের পড়ুয়ারা। তার ওপর স্থায়ী শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ না হওয়ার কারণে পড়াশোনা দীর্ঘদিন ধরে ব্যাহত হচ্ছে। তাদের দাবি অবিলম্বে স্কুলের স্বাভাবিক পঠন পাঠন ও মিড ডে মিলের আগের মতো ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন প্রশাসনের কাছে। বাঁকুড়া জেলা শিক্ষা সংসদের চেয়ারম্যান বলেন এ বিষয়ে সংশ্লিষ্ট এসআই এর সম্পূর্ণ দোষ। তিনি প্রধান শিক্ষকের বদলি করার আগে কোন দায়িত্বভার না দিয়ে অন্য একজনকে বদলি করে দিয়ে দেয়া হয়। শিশু সুরক্ষা নিয়ে এদিন সাংবাদিকদের উত্তর এড়িয়ে যান তিনি ।