সঞ্জীব মল্লিক,বাঁকুড়া : মানুষের মানবিকতা কোথায় এসে দাড়িয়েছে । আজকাল স্কুলকেও হেনস্তার স্বিকার হতে হচ্ছে । এবার এমনই ছবি ধরা পড়ল বিষ্ণুপুরে । অভিয়োগ , দীর্ঘদিন ভাড়া বাড়িতে চলা একটি বেসরকারী স্কুলকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য বাড়ি মালিক চাপ দচ্ছেন। এমনকি পড়ুয়াদের সঙ্গে খারাপ আচরণ, স্কুল চত্ত্বরে নোংরা ফেলে পরিবেশ নষ্ট করা হচ্ছে বলেও অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে থানার দ্বারস্থ হলেন স্কুল কর্ত্তৃপক্ষ। ঘটনাটি বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের 6 নম্বর ওয়ার্ডের মল্লেশ্বর এলাকায়। প্রায় বছর কুড়ি আগে বিষ্ণুপুর শহরের এই এলাকায় ঐ ভাড়া বাড়িতে আনন্দমার্গ প্রাইমারী স্কুল নামে আনন্দমার্গীরা একটি স্কুল চালু করেন। বর্তমানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পড়ুয়ার সংখ্যা 52 জন। ছ’জন শিক্ষক রয়েছেন। যদিও স্কুল কর্ত্তৃপক্ষের অভিযোগ অস্বীকার করেছেন বাড়ি মালিক। তাদের দাবী,অনেক পুরাণো বাড়ি ভেঙ্গে পড়ছে। যেকোন সময় দূর্ঘটনার আশঙ্কা রয়েছে। ফলে বাড়ি ছেড়ে দেওয়ার অনুরোধ করা হয়েছে বলেও তাদের দাবী। অন্যদিকে, স্কুল কর্ত্তৃপক্ষ সরাসরি অভিযোগ করছেন বাড়ি মালিকদের বিরুদ্ধে। তাদের দাবী, গত 1 জানুয়ারী বাড়ি মালিকের জামাই স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। পরে পুলিশের নির্দেশে 4 জানুয়ারী তালা খুললেও কয়েক দিন পর পড়ুয়াদের সঙ্গে বাড়ি মালিক খারাপ আচরণ শুরু করেন বলেও তাদের অভিযোগ। এই অবস্থায় ছাত্র ছাত্রীদের সঙ্গে নিয়ে এসে বিষ্ণুপুর থানায় তারা অভিযোগ জানিয়েছেন বলে জানান। এখন দেখার বিষয় কবে এই সমস্যার সমাধান হয় ।