সংবাদদাতা, মুর্শিদাবাদঃ- জলঙ্গী গুলিবর্ষণ কাণ্ডে এবার মূল অভিযুক্ত তৃণমূল ব্লক সভাপতি তহিরউদ্দিন মন্ডল ও সাহেবনগর পঞ্চায়েত প্রধানের স্বামী শামীম আখতারুজ্জামান ওরফে মিল্টন শেখের ফাঁসির দাবিতে দিনভর পথে নেমে বিক্ষোভ শামিল হয় এলাকার ছাত্রী থেকে শুরু করে গৃহবধূরা। এদিন বিক্ষোভের যোগদানকারী ছাত্রী মৌসুমী খাতুন বলে, “কোনভাবেই হত্যাকারী জহির উদ্দিন মন্ডল ও তার সহযোগী মিল্টন কে ক্ষমা করা যাবে না তাদের অবিলম্বে ফাঁসি দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই ফাঁসি হয় আমাদের বিক্ষোভ আন্দোলন জারি থাকবে”। এদিন এলাকার বিভিন্ন স্কুলের পড়ুয়া থেকে শুরু করে গ্রামের মহিলারা হাতে ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে এলাকা জুড়ে মিছিল-সমাবেশ করে। পাশাপাশি এই মিছিল ও বিক্ষোভ সমাবেশ ঘিরে যাতে করে উত্তেজনা ছড়ায় সেইজন্য মোতায়েন রাখা হয় কড়া পুলিশি টহলদারি। যদিও এ নিয়ে পুলিশের পক্ষ থেকে প্রকাশ্যে কোনো মন্তব্য করা হয়নি। প্রসঙ্গত দিন কয়েক আগে সাহেব নগর এলাকায় বিভিন্ন দলের মানুষেরা মিলে নাগরিক মঞ্চ তৈরি করে সিএএ ও এনআরসি বিরোধী বিক্ষোভ আন্দোলন ও বনধ পালনে শামিল হয়। অভিযোগ, সেই সময় বনধ তুলে দিতে জলঙ্গি উত্তর ব্লক তৃণমূলের সভাপতি তহিরুদ্দিন মণ্ডল ও মিল্টন শেখ বিক্ষোভ কারীদের উপর নির্বিচারে গুলি চালিয়ে ২ জনকে হত্যা করে।