সংবাদদাতা, বর্ধমানঃ- স্কুল পরিদর্শকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের মেমারিতে। মৃতের নাম তাপস মণ্ডল (৩০)।বাড়ি উত্তর ২৪ পরগণা বাদুড়িয়ায়।বছর তিনেক আগে পোস্টিং হয় মেমারির কলানবগ্রাম চক্রের (প্রাথমিক স্কুল) পরিদর্শক হিসাবে তাপস মণ্ডলের। তিনি মেমারির রবীন্দ্রনগরে একটি বাড়িতে ভাড়া থাকতেন।বছর খানেক তাঁর বিয়ে হয়।এদিন সকালে তিনি ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা জানালার ফাঁক দিয়ে সিলিং ফ্যানে তাঁর ঝুলন্ত দেহ দেখে পুলিশে খবর দেয়।মেমারি থানার পুলিশ বাড়ির দরজা খুলে ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় বর্ধমান পুলিশমর্গে।