eaibanglai
Homeদক্ষিণ বাংলাদুর্গোৎসবের বিশেষ আকর্ষন পুতুল নাচ

দুর্গোৎসবের বিশেষ আকর্ষন পুতুল নাচ

পল মৈত্র,দক্ষিন দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সার্বজনীন দুর্গোৎসব। আর দশটা পুজোর থেকে একদম আলাদা এই পুজো এবার ৫৪ বছরে পদার্পণ করবে। এবারের পুজোর আনুমানিক বাজেট দেড় লক্ষ টাকা, জানালেন পুজোর উদ্যোক্তারাই। তবে বাজেট নয় এবারে গঙ্গারামপুর সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির বিশেষ আকর্ষণ পশ্চিমবঙ্গের হারিয়ে যাওয়া শিল্প পুতুল নাচ। বাঁকুড়া জেলা থেকে এই পুতুল নাচের অনুষ্ঠান চলবে সপ্তমী থেকে নবমী পর্যন্ত। সারা বছর দুঃস্থ ও গরীব অসহায় মানুষের কাছে সাহায্য পৌঁছে দিয়েছেন পুজো কমিটির সদস্যরা। বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। এক কথায় ভিক্ষে করে মানুষের সাহায্যে ও ঈশ্বরের নাম নিয়ে ঈশ্বরের কাজে নিজেকে সমার্পিত করে এই চলন্তিকা গোষ্ঠী অপারগ হয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন পুজো পরিচালনার জন্য। সদস্যরা আশাবাদী, এবারের দুর্গোৎসবে চলন্তিকা গোষ্ঠীর বিশেষ আকর্ষণ এই পুতুল নাচ মানুষের নজর কাড়বে এবং তারা প্রচন্ড হারে ব্যস্ত। হাতে মাত্র কয়েকটি দিন, তাই ব্যস্ততাও চরমে। পুজোর কয়েকটি দিন প্রসাদ বিতরণ ও দুঃস্থদের বস্ত্র বিতরণ করার কাজও চলে সমান তালে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments