সংবাদদাতা, মুর্শিদাবাদ:-
সন্ধ্যায় পরিবারের লোক ও রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের ভিড়ে ঠাসা বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর।রাত্রির থেকে শুরু হওয়া বোমার আঘাতে গুরুতর আহত হয় ডোমকলের জুড়ানপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান সুফিয়া বিবির স্বামী তথা এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা সফিকুল ইসলাম (৪০)।ঘটনায় বোমার স্ল্পিন্টারে জখম হয় সেখানে দাঁড়িয়ে থাকা আরও দুই মহিলা মাবিয়া বেওয়া ও সরিফা বিবি নামে দুই মা-মেয়ে।স্থানীয় সুত্রে জানা গিয়েছে সোমবার রাতের পর থেকেই বোমা বাজিতে একটু একটু করে উতপ্ত হতে শুরু করে ডোমকল।পরে দলীয় কার্যালয়ের সামনে দাড়িয়ে কথা বলছিলেন সফিকুল।তখন জনা কয়েক দুষ্কৃতি তার উপর হামলা করে। বোমার আঘাতে আহত অবস্থায় পাশের একটি বাড়িতে ঢুকে পড়লে দুষ্কৃতিরা আরেকটি বোমা ছোড়ে বোমার আঘাতে আহত হয়েছেন স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সফিকুল ইসলামের মুখ, হাত সহ শরীরের বিভিন্ন জায়গা বোমার আঘাতে ঝলসে গিয়েছে।অবস্থা সঙ্কট জনক হওয়ায় এদিন সন্ধ্যায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।তবে
রাত ৮.৩০ নাগাদের পাওয়া শেষ খবরে জানা যায় অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় স্থানান্তরিত করার প্রস্তুতি নেওয়া হয়