সংবাদদাতা, বর্ধমান :- মূত্রনালী দিয়ে বেড়িয়ে আসছে ভাত! বিরল ঘটনার সফল অস্ত্রপচার বর্ধমান মেডিকেলে অস্ত্রোপচারে বড়সড় সাফল্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের। বর্তমানে রোগীর অবস্থা স্থিতিশীল।বর্ধমান হাসপাতাল সূত্রে জানা গেছে গত ১৯ শে অক্টোবর বর্ধমানের নেড়োদীঘি দক্ষিণপাড়ার বাসিন্দা সেখ রফিকুল ইসলাম ওরফে সঞ্জু (২৩) নামে এক রোগীকে হাসপাতালে নিয়ে আসে তার মা ও মামা। প্রাথমিক চিকিৎসার পর দেখা যায় তার মূত্রনালী দিয়ে সে যা খাচ্ছে সেই খাবার ও খাবারের উপাদান বেড়িয়ে আসছে। বিভিন্ন পরীক্ষার পর দেখা যায় সে ইউরেট্রো ডিউড্রেনাল ফিসচুলা রোগে আক্রান্ত। যার ফলে তার মূত্রনালী দিয়ে খাবার ও খাবারের উপাদান বেড়িয়ে আসছে। ডাক্তারদের মত অনুসারে এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গ তথা ভারতে এর আগে পাওয়া যায়নি। বিশ্বে এটি এগারোতম ঘটনা। কৃমি পাকস্থলী ফুটো করে দেওয়াতেই এই বিপত্তি বলে অনুমান চিকিৎসকদের। এরপরেই তার অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। শল্যচিকিৎসক নরেন্দ্রনাথ মুখার্জীর নেতৃত্বে গঠিত হয় ১০ সদস্যের একটি কমিটি। আজ সেই অপারেশন করা হয়। অস্ত্রপচার সফল বলে দাবি চিকিৎসকদের।