সংবাদদাতা, হাবড়া:-
বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতবর্ষে ঢোকার যে এক প্রবণতা রয়েছে তা আজও চলছে। ভারতীয় ও বাংলাদেশী দালালদের দ্বারা বহু বাংলাদেশী নাগরিক কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই ভারতবর্ষের ঢুকে পড়ছে সীমান্তবর্তী এলাকা দিয়ে। রাজ্য পুলিশ প্রশাসন ও বিএসএফের তৎপরতায় বারবার চেষ্টা করে ধরা হয়েছে এমন অনেকে। অবৈধভাবে প্রবেশ করা অনুপ্রবেশকারীরা কিন্তু তাও এখনো চোরাগুপ্তা ভাবে বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে এ দেশে ডুকছে ভারতীয় দালাল ও বাংলাদেশী দালালের মাধ্যমে। এমনই এক ঘটনার সাক্ষী রইল হাবরা থানা এলাকা। হাবড়া থানার পুলিশ মঙ্গলবার বিকেলে গোপন সুত্রে খবর পেয়ে রাজবল্লভপুর মুসলিম পারার আসমদ মোল্লার বাড়ি থেকে দুই জন মহিলা এবং পাঁচজন পুরুষ এবং আসমদ কে আটক করে থানায় নিয়ে আসে। জিঙ্গাসাবাদ করে জানতে পারে সাতজন বাংলাদেশী অবৈধ ভাবে এখানে প্রবেশ করেছে আসমদ মোল্লার হাত ধরে। ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে। আটজন কে গ্রেফতার করে বুদবার বারাসাত আদালতে পাঠানো হচ্ছে।