সংবাদদাতা, বাঁকুড়াঃ-
দিল্লি জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সভাপতি ঐইশী ঘোষকে আক্রমণের প্রতিবাদে আজ বাঁকুড়া মাচানতলা কুশপুতুল দাহ বিক্ষোভ কর্মসূচি পালন করল বাঁকুড়া জেলা এসএফআই, ডিওয়াইএফআই, এবং মহিলা সমিতির পক্ষ থেকে। বাম ছাত্র,যুব এবং মহিলা সংগঠনের পক্ষে করা এই বিক্ষোভ সমাবেশ থেকে জেএনইউ সভানেত্রী ঐইশী ঘোষের উপর আক্রমণ কারীদের অবিলম্বে শাস্তি এবং উপযুক্ত তদন্তে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন নেতৃত্ব। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি নেতা মুকুল রায়ের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা।