সংবাদদাতা, কাঁকসাঃ- নিয়ম রক্ষার্থে কাঁকসার বিরুডিহায় ধর্ম রাজের পুজো দেওয়া হলো শনিবার। ভক্তরা জানিয়েছেন প্রতিবছর মহা ধুম ধামে এই পুজোয় শয়ে শয়ে মানুষ অংশ নিতেন। তবে করোনার জন্য প্রশাসনিক নিয়ম মেনেই সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে। পাশাপাশি এদিন মন্দিরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় নি।ভক্তরা তাদের পুজো দিয়ে চলে যান। পুজোর শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।