কাঁকসা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এস.এইচ.জি প্রকল্পের সচেতনতা শিবিরের আয়োজন

398

সংবাদদাতা, কাঁকসা:-

কাঁকসা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে এস.এইচ.জি প্রকল্পের আওতায় সীডুল কাস্ট, সীডুল ট্রাইব সহ এলাকার মহিলাদের নিয়ে প্রশিক্ষণের পাশাপাশি সচেতনতা শিবিরের আয়োজন করা হলো। এই শিবিরে আদিবাসী মহিলাদের বৃক্ষরোপনের বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। পাশাপাশি আইনি সমস্যা নিয়ে যে জটিলতা সৃষ্টি হয় সেই বিষয়ে থেকে কিভাবে সহজে সমাধান করতে পারবেন মহিলারা সেই বিষয়ে আলোচনা হয় বিস্তারিতভাবে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসা থানার দুই পুলিশ আধিকারিক। এছাড়াও ছিলেন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সিং, পঞ্চায়েত সদস্য লালটু চ্যাটার্জী সহ কাঁকসা পঞ্চায়েত সমিতির আধিকারিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here