বহরমপুর থেকে সঙ্গীতা চৌধুরীঃ- আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। আজকের দিনে ভক্তরা সারাদিন উপবাস করেন ও সূর্যাস্তের পর খাবার গ্রহণ করেন। যারা উপবাসে অসমর্থ হন তারা নিরামিষ ভোজন করেন। সোমবার কে শিব ঠাকুরের বার বলা হয়। সোমবার হলো চন্দ্রমার দিন। চন্দ্রকে শিবের নেত্র বলা হয়। আর শিবের অপর নাম সোম। তাই সোমবার শিবের অত্যন্ত প্রিয়। সকল ভক্তরা শ্রাবণ মাসের সোমবার ভক্তিভরে আরাধনা করেন।
শ্রাবণ মাসের সোমবার করলে কি হয়?
১) ১২ মাসের সকল সোমবারের ব্রতের ফল মেলে শ্রাবণ মাসের সোমবার পালন করলে।
২) ভক্তিভরে শিবের আরাধনা করলে সকল মনস্কামনা পূর্ণ হয়।
৩) মানসিক শারীরিক ও আর্থিক সমস্যা দূরীভূত হয়ে যায় দেবাদিদেব মহাদেবের কৃপায়।
৪) যাবতীয় গ্রহ দোষ কেটে যায় দেবাদিদেব মহাদেবের কৃপা দৃষ্টি প্রভাবে। শনিগ্রহের দোষ ও কেটে যায় এই শ্রাবণ মাসের ব্রত করলে। শ্রাবণ মাসের সোমবার যারা পালন করেন তাদের উপর এমনিতেই শিব ঠাকুরের কৃপা দৃষ্টির বর্ষণ হয়।
হরে কৃষ্ণ। হরি বোল। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবারে মহাবিষ্ণুর মহাঅবতার পরম বৈষ্ণব মহাদেবের চরণে জানাই প্রণতি। তিনি কৃপা করুন।