সিংবাদদাতা, কালনা:- বাড়ির সামনে দাঁড়িয়ে ফোন চিৎকার করে অশালীন ভাষা গালাগালি করার প্রতিবাদ করাই, প্রতিবাদীকে গলায় ছুড়ি চালানোর অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি কালনার মন্তেশ্বরের মাঝের গ্রামের, রক্তাক্ত অবস্থায় আহত রঞ্জিত মল্লিককে স্থানীয়রা উদ্ধার করে মেমারি গ্রামীণ হসপিটালে নিয়ে যাই, মধ্যমগ্রামেই তাঁর বাড়ি। চালের দোকান রয়েছে তাঁর। রাত্রি প্রায় ৯ টা নাগাদ ননী শেট মোটর বাইক নিয়ে এসে আচমকাই তার গলায় ছুরি চালিয়ে দেয়। স্থানীয় মানুষজন ওই যুবককে ধরে ফেলে। উত্তেজিত জনতা অভিযুক্তর বাইক ভাঙচুর ও আগুনে ধরিয়ে দেয়। আততায়ী যুবকের বাড়ি মন্তেশ্বরের পিপলনে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ব্যবসায়িক কোনো শত্রুতা নাকি অন্য কোনো কারণে এই খুনের চেষ্টা তা খতিয়ে দেখছে পুলিশ। আততায়ী যুবকের পিপলনে একটি চায়ের দোকান রয়েছে। আহত রঞ্জিত মল্লিককে মেমারী হাসপাতালে চিকিৎসাধীন. গলায় ন টা সেলাই হয়। ঘটনা স্থলে মন্তেশ্বর থানার পুলিশ এসে ননী শেট কে আটক করেছে।