সংবাদদাতা, ক্যানিং:- দামে চড়া পিয়াজ। আর চাওমিনের পেঁয়াজ চাওয়া নিয়ে বচসা। দোকানদারের মারে গুরুতর আহত তিন কাস্টমার। ঘটনাটি ঘটেছে, ক্যানিং থানার নবারুণ ক্লাবের সামনে। আহতদের মধ্যে, শচীন রায়(৫৩), ও মেয়ে সুরভী রায়(২৭)। ঘটনার সূত্রেপাত, জিবনতলা থানা ফেয়ারলি বাসিন্দা শচীন রায় ও তার পরিবারকে নিয়ে ঠাকুর দেখতে আসে ক্যানিংয়ে। এরপর একটি দোকানে চাওমিন কিনতে যায় তারা। পেঁয়াজের দাম অত্যাধিক হাওয়ায়, চাওমিনের পেঁয়াজ দেওয়া বন্ধ করে দেয় দোকানদার। আর চাওমিনের পেঁয়াজ চাইতে গেলে, এক মহিলাকে চুলের মুঠি ধরে মারধর করে দোকানদার। আর মেয়েকে মারছে দেখে প্রতিবাদ করতে এগিয়ে আসে বাবা। এরপর প্রতিবাদী বাবাকে রাস্তায় ফেলে গরম খুন্তি দিয়ে এলোপাতাড়ি মারলো কয়েকজন দোকানদার। এরপর রক্তাক্ত অবস্থায় আহতকে তড়িঘড়ি নিয়ে আসে ক্যানিং মহকুমা হাসপাতাল। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আহত শচীন। এ বিষয়ে ক্যানিং থানা একটি লিখিত অভিযোগ দায়ের করে আহতের পরিবার। ঘটনা তদন্ত শুরু করেছে ক্যানিং থানা পুলিশ।