সংবাদদাতা, মুর্শিদাবাদ:-
এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাশ করতে ঝটিকা সফরে মুর্শিদাবাদে রাজ্যের পরিবহন নন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি নবগ্রাম ব্লক অফিস থেকে স্থানীয় জন গনের জন্য খুলে দেন ইকো টুরিজম পার্ক, সেই সূচনা করেন বেশ কয়েক টি সড়ক পথের।এই প্রসঙ্গে তিনি বলেন, ” পিছিয়ে পড়া, আদিবাসী নবগ্রামে উন্নয়নের ধারা কয়েক বছর আগে শুরু হয়েছে। আগামীদিনে সেই উন্নয়ন অব্যাহত থাকবে। ” এর পর তিনি নবগ্রাম থানার পলশণ্ডা এলাকার ভোলাডাংগা ময়দানে তৃনমুল কংগ্রেস আয়োজিত নাগরিকতব সংশোধনী আইনের প্রতিবাদ সভায় যোগ দেন। ওই সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তৃনমুল কংগ্রেস সভাপতি তথা সাংসদ আবু তাহের খান, সাংসাদ খলিলুর রহমান, ব্লক তৃনমুল সভাপতি মহঃ এনায়েতুল্লাহ প্রমুখ।উল্লেখ্য যোগ্য ভাবে নাগরিকত্ব সংশোধনী আইনবিরোধী মঞ্চে এদিন উপস্তিত করা হয়েছিল বাউল,কীর্তননিয়া,আদিবাসী,পুরোহিত এবং মৌলবী-মোয়াজ্জেমদের।এই মঞ্চ থেকেই জেলা পর্যবেক্ষক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী বিবিদের মাঝে ঐক্যের ডাক দিয়ে বলেন,আমাদের মুখ্যমন্ত্রী আপনাদের অতন্দ্র প্রহরীর মত রক্ষা করার দায়িত্ব গ্রহন করেছেন,ফলে এনআরসি হোক কিংবা সিএএ কোন ভাবেই বাস্তবায়িত হতে দেবেন না”।