বিনোদন ডেস্ক, এই বাংলায়ঃ বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী আশ্বাস দিয়ে জানিয়ে ছিলেন আবার স্বাভাবিক হবে কাশ্মীরের পরিস্থিতি। মঙ্গলবার ৩৭০ ধারা বাতিল হওয়ার পর জুরুরী অবস্থা জারি করা হয় কাশ্মীর উপত্যকায়। তারই মাঝে চলছিল বেশ কয়েকটি ছবির শ্যুটিং। কিন্তু তড়িঘড়ি তা বন্ধ করে দেওয়া হয়। সড়ক ২ থেকে শুরু করে শেরশাহ, সেই তালিকা থেকে বাদ পড়ল না কোনও ছবিই। তবে তার এক দিন গড়াতে না গড়তেই সকল পরিচালকদের উদ্দেশে বৃহস্পতিবার দিন প্রধানমন্ত্রী জানান যে ভরসা রেখেই শুরু করুন কাশ্মীরে শ্যুটিং। শুধু তাই নয়, সঙ্গে তিনি এও জানান যে কাশ্মীরকে শ্যুটিং লোকেশন হিসেবে বেছে নেওয়ার কথা। ৩৭০ ধারা বাতিলের জেরেই বন্ধ হয়েছিল সড়ক ২-এর শ্যুটিং। কিন্তু মোদী সকলের উদ্দেশে এই ভাষণ দেওয়ার পরই আবারও কাশ্মীর মুখো হলেন পরিচালকেরা। শুক্রবার থেকেই আবারও কাশ্মীরে লাইট ক্যামেরা অ্যাকশন। শ্যুটিং শুরু হল বলিউডের। কার্গিল থেকে ছবির শ্যুটিং-এর খবর সোশ্যাল মিডিয়ায় জানালেন খোদ অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। বর্তমানে সেখানেই চলছে শেরশাহ ছবির শ্যুটিং। শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল বুধবারই। অথচ মঙ্গলবারই পরিস্থিতি হয়ে ওঠে জটিল। যার ফলে পরিবর্তন করা হয় দিন। শুক্রবার আবার সেই ছবির শ্যুটিং শুরু হলে সোশ্যাল মিডিয়ায় নিজেউ পোস্ট দিয়ে খবর শেয়ার করেন সিদ্ধার্থ। শুধু তাই নয়, সম্প্রতিই শুরু হবে সড়ক ২ ছবির কাশ্মীরের শ্যুটিংও। প্রকাশ্যে তাও জানিয়ে দিয়েছেন ছবির পরিচালক। আলিয়া ভাটের বেশ কিছুটা অংশ ইতিমধ্যেই শ্যুট করা হয়েছে, এবার বাকি অংশের শ্যুটিং শুরু করার পরিকল্পনাই চলছে জোড় কদমে।